Viral Video

দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছিল বাচ্চা হাতি, মায়ের কাছে ফিরিয়ে দিলেন রক্ষীরা! কাজিরাঙার মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

বাচ্চা হাতিটি যে দলছুট হয়েছে, তা বুঝতে দেরি হয়নি বনবিভাগের কর্মীদের। তাই সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর হাতির দলের খোঁজ করতে শুরু করেন তাঁরা। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর ওই শাবকের মায়ের মলমূত্র জঙ্গলে পড়ে থাকতে দেখেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৬:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দলছুট হয়ে পড়েছিল হস্তীশাবক। বাবা-মাকে আর খুঁজে পাচ্ছিল না সে। ভয় পেয়ে জঙ্গলের ধারে পাকা রাস্তায় উঠে পড়ে সে। হাঁটতে হাঁটতে বনবিভাগের গাড়ির সামনে পড়ে যায় বাচ্চা হাতিটি। হস্তীশাবকটি যে হারিয়ে গিয়েছে তা বুঝতে পেরে তাকে উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। তার পর সেই শাবকের দলের সন্ধান করে আবার মা হাতির সঙ্গে দেখা করিয়ে দেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।

Advertisement

প্রাক্তন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক বনবিভাগের গাড়ির সামনে ভয় পেয়ে ঘোরাফেরা করছে। পরে সেই হাতিটিকে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা। বাচ্চা হাতিটি যে দলছুট হয়ে গিয়েছে, তা বুঝতে দেরি হয়নি তাঁদের। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর হাতির দলের খোঁজ করতে শুরু করেন তাঁরা।

বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর ওই শাবকের মায়ের মলমূত্র জঙ্গলে পড়ে থাকতে দেখেন তাঁরা। হস্তীশাবকের গায়ে মানুষের গন্ধ পেলে যদি দলে ফিরিয়ে না নেয়, সেই কারণে খুদের গায়ে-শুঁড়ে-মাথায় তার মায়ের মল মাখিয়ে দেন বনবিভাগের এক কর্মী। চেনা গন্ধ পেয়ে মা হাতি ঠিক সন্তানের কাছে ছুটে আসে।

Advertisement

বনবিভাগের সহায়তায় আবার মায়ের কাছে ফিরে যায় বাচ্চা হাতিটি। মা-সন্তান মিলে শুঁড় দোলাতে দোলাতে জঙ্গলের ভিতর চলে যায়। জানা গিয়েছে, এই ঘটনাটি সম্প্রতি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘটেছে। হস্তীশাবকের নাম ছোটু। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বনবিভাগের কর্মীদের ধন্যবাদ। হাতিরা এক বার দলছুট হয়ে গেলে যে তাদের কী যন্ত্রণা হয়, তারাই বোঝে। খুবই ভাল কাজ করেছেন কর্মীরা। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement