ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রেলিংয়ের ধারে দাঁড়িয়ে নৈনিতালের হ্রদের সৌন্দর্য উপভোগ করছিলেন এক তরুণ। হঠাৎ তাঁর নজরে এমন দৃশ্য পড়ল যে আর উত্তেজনা সামলাতে পারলেন না তিনি। দৌড়ে গেলেন অন্য পর্যটকের কাছে। তার পরেই তাঁকে শাসন করতে শুরু করলেন তরুণ। আসলে, হ্রদের মধ্যে একটি ফাঁকা জলের বোতল ছুড়ে দিয়েছিলেন ওই পর্যটক। তা দেখেই রেগে যান তরুণ। হাতেনাতে সেই পর্যটককে ধরতেই দু’জনের মধ্যে শুরু হয় তর্ক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কর্ণ_.এ.এল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন পর্যটকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এক তরুণ। নৈনিতাল হ্রদে ঘুরতে গিয়েছিলেন সেই তরুণ। হঠাৎ দেখলেন, অন্য পর্যটক রেলিংয়ের ধারে দাঁড়িয়ে একটি খালি জলের বোতল লাথি মেরে নীচে হ্রদের মধ্যে ফেলে দিলেন। তা লক্ষ করেই সেই পর্যটকের কাছে গেলেন তরুণ।
পর্যটনস্থল পরিষ্কার রাখা সকলের দায়িত্ব। তা সত্ত্বেও হ্রদের মধ্যে কেন জলের বোতল ফেলে দিলেন তা নিয়ে পর্যটকের সঙ্গে তর্ক শুরু করেন তরুণ। প্রথমে অস্বীকার করলেও তরুণের কথা শুনে রেগে যান ওই পর্যটক। তিনি যে ভুল করে ফেলেছেন তা মানতেই চাইছিলেন না। বরং ভিডিয়ো করার জন্য তরুণের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন তিনি। তরুণ উত্তেজিত হয়ে বলেন, ‘‘আপনাকে দেখে শিক্ষিত মনে হয়। কিন্তু আপনি তা নন।’’