ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পড়াশোনায় মন নেই তার। স্কুলে যেতেও ভাল লাগে না একদম। খেলাধুলা করেই তো দিব্যি দিন কাটিয়ে দেওয়া যায়! আর স্কুলে বসে পড়াশোনা করবে না খুদে। মনখারাপ করে কেঁদেই ফেলল সে। তার পর কাঁধে ব্যাগ নিয়ে দিল দৌড়। ক্লাস থেকে বেরিয়ে এক দৌড়ে স্কুলের গেটের সামনে যাচ্ছে সে। তার পিছনে দৌড় দিয়েছেন এক শিক্ষক। শিক্ষকের হাত থেকে রক্ষা পেল না খুদে। ধরা পড়ে যাওয়ার দুঃখে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সাইনোফাইল_সোনম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন শিশু কাঁধে ব্যাগ নিয়ে স্কুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছে সে। ছাত্রের পিছনে দৌড় দিয়েছেন সেই স্কুলের শিক্ষক। ছাত্রকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। শিক্ষককে দেখে সেই বাচ্চা ছেলেটি আরও জোরে দৌড়তে শুরু করে।
কিন্তু শিক্ষকের সঙ্গে পেরে ওঠে না সে। অগত্যা শিক্ষকের হাতে ধরা পড়ে যায়। ধরা পড়ে আরও জোরে কান্নাকাটি জুড়ে দেয় ছেলেটি। কান্না থামানোর জন্য ছাত্রের হাতে কেক ধরিয়ে দেন শিক্ষক। কেকটি নিতে প্রথমে রাজি না হলেও কাঁদতে কাঁদতে তা নিয়েও নেয় সে। কেক হাতে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
মাটিতে বসে বসে গাল ফুলিয়ে কাঁদতে থাকে বাচ্চা ছেলেটি। তাকে স্কুলের ভিতর যাওয়ার কথা বললেই শিক্ষকের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলতে দেখা যাচ্ছে খুদেকে। এই ঘটনাটি অরুণাচল প্রদেশের একটি স্কুলে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন মজা করে লিখেছেন, ‘‘স্কুল থেকে আমারও মাঝেমধ্যে পালিয়ে যেতে ইচ্ছা করত। বাচ্চাটিকে দেখে আমি অনুভব করতে পারছি ওর কী কষ্ট হচ্ছে!’’