ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ঘরের ভিতরেই ছিলেন মহিলা। বিপদের সময় চার দেওয়ালের মধ্যে থাকাই নিরাপদ মনে করেছিলেন তিনি। কিন্তু সেই ভাবনাই ঘোর বিপদ ডেকে আনল মহিলার। ঘূর্ণিঝড়ে উড়ে গেল মহিলার বাড়ি। বিপদের আঁচ পাননি বলে ঘর থেকে বেরিয়েও যেতে পারেননি সেই মহিলা। তাঁকে সমেতই উড়ে যায় বাড়িটি। সেই কয়েক সেকেন্ড হাওয়ায় উড়তে থাকার পর আবার একই জায়গায় বাড়িটি পড়ে গেল।
তত ক্ষণে বাড়ির ছাদ প্রায় উড়ে গিয়েছে। বাড়িটিও ধ্বংসাবশেষে পরিণত হয়ে গিয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ‘তাসের ঘর’-এর মতো হাওয়ায় উড়ে গেল একটি বাড়ি। সেই বাড়ির সামনে দাঁড় করানো ছিল একটি গল্ফ কার্ট।
ঘূর্ণিঝড়ে সেই গাড়িটি এক চুলও নড়ল না। কিন্তু বাড়িটি শূন্যে উড়ে গিয়ে ভাঙতে শুরু করল। কয়েক মুহূর্তে শূন্যে ভেসে থাকার পর আবার মাটিতে পড়ে গেল বাড়িটি। প্রতিবেশীর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ভয়ঙ্কর দৃশ্যটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লোরিডার রানচেরো গ্রামে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে যে, সেই বাড়িটির ভিতর ছিলেন এক মহিলা। ঘূর্ণিঝড়ে মহিলাকে নিয়েই উড়ে গিয়েছিল বাড়িটি। কিছু ক্ষণ হাওয়ায় উড়তে থাকার পর আবার একই জায়গায় পড়ে যায় বাড়িটি।
দুর্ঘটনার সময় বাড়ির ক্ষয়ক্ষতি হলেও মহিলার কোনও ক্ষতি হয়নি। বাড়িটি নীচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা। বাড়িটি ভেঙেচুরে গেলেও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।