Viral Video

জিমে গিয়ে পায়ের ব্যায়াম করে বেহাল দশা! সিঁড়ি দিয়ে ‘সাপের মতো’ নামলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

এক তরুণ জিমে গিয়ে লেগ প্রেস মেশিনে চেপে পায়ের ব্যায়াম করছেন। কিন্তু কয়েক বার চেষ্টা করার পর দম ফুরিয়ে গেল তরুণের। মেশিন থেকে নেমে পড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:৩৬
Share:

—প্রতীকী ছবি।

জিমে গিয়ে পায়ের ব্যায়াম করবেন বলে স্থির করেছিলেন তরুণ। শরীরচর্চা করতে শুরুও করে দিয়েছিলেন তিনি। কিন্তু পায়ের ব্যায়াম করার সময় সেই যন্ত্রণা হাড়ে হাড়ে টের পেলেন তরুণ। লেগ প্রেস মেশিন থেকে নামার পর আর সোজা দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি। সিঁড়ির উপর বুকে ভর দিয়ে শুয়ে পড়ে ‘সাপের মতো’ নামতে দেখা গেল তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওহোনয়ডা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জিমে গিয়ে লেগ প্রেস মেশিনে চেপে পায়ের ব্যায়াম করছেন। কিন্তু কয়েক বার চেষ্টা করার পর দম ফুরিয়ে গেল তরুণের। মেশিন থেকে নেমে পড়লেন তিনি। ব্যাগ তুলে জিম থেকে বেরিয়ে যাচ্ছিলেন তরুণ। কিন্তু হাঁটার সময় ব্যথা টের পেলেন তিনি।

হাঁটু ধরে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলেন তরুণ। সিঁড়ি ভেঙে নামার সময় আরও বেহাল দশা হল তাঁর। সিঁড়ির ধাপে বসে পড়েছিলেন তিনি। তার পর বসেই বসেই সিঁড়ি দিয়ে নামছিলেন। কিন্তু তাতেও যন্ত্রণা হচ্ছিল তাঁর। সিঁড়ির উপর উপুড় হয়ে শুয়ে পড়ে ‘সাপের মতো’ নামলেন তরুণ। এই ঘটনাটি নয়ডার একটি জিমে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি যত দ্রুত সম্ভব ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিন। আগে এই যন্ত্রণা কমান, তার পর আবার জিমে যাবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement