Viral Video

বার্থে কুলার চালিয়ে ঘুমে কাদা যাত্রী! গরম থেকে রেহাই পেতে অভিনব পন্থা ‘আবিষ্কার’ তরুণের, ভাইরাল ভিডিয়ো

বাড়ি থেকে একটি কুলার নিয়ে এসেছিলেন তরুণ। গরম থেকে রেহাই পেতে ট্রেনের মধ্যেই সেই কুলারটি চালু করে দিলেন তিনি। তার পর কুলারটি মাথার কাছে রেখে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে পড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গরমের মধ্যে ট্রেনে সফর করছেন তরুণ। উপরের বার্থে উঠে শুয়ে পড়েছেন তিনি। কিন্তু গরমে আর পেরে উঠছেন না। তাই পরনের পোশাক খুলে পাতলা গেঞ্জি পরে শুয়েছেন। তবুও গরমের জ্বালায় নাজেহাল হয়ে পড়ছেন তিনি। অবশ্য আগাম প্রস্তুতি নিয়েই ট্রেনে উঠেছিলেন তরুণ। বাড়ি থেকে একটি কুলার নিয়ে এসেছিলেন তিনি।

Advertisement

গরম থেকে রেহাই পেতে ট্রেনের মধ্যেই সেই কুলারটি চালু করে দিলেন তিনি। তার পর কুলারটি মাথার কাছে রেখে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে পড়লেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘তাজা তমাচা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক যাত্রী বার্থে শুয়ে রয়েছেন। তাঁর মাথার কাছে একটি কুলার রাখা। ট্রেনের মধ্যে কুলার চালিয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন তরুণ যাত্রী।

Advertisement

ভিডিয়োয় উল্লেখ করা রয়েছে, তিনি যে বার্থে শুয়ে ছিলেন, সেখানে তিনটি পাখা চলছিল। সেই হাওয়ায় গরম কাটেনি তাঁর। ট্রেনে কুলার চালানোর পরিকল্পনা আগে থেকেই ছিল তরুণের। তাই বাড়ি থেকে সেটি বয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। গরম থেকে রেহাই পেতে শেষমেশ ট্রেনের মধ্যেই কুলারটি চালিয়ে বার্থের উপর রেখে ঘুমিয়ে পড়লেন তিনি।

নেটাগরিকদের একাংশের দাবি, বাতানুকূল কামরার টিকিট কাটতে পারতেন তরুণ। ট্রেনের মধ্যে এমন ভারী যন্ত্র চালানোর নিয়ম নেই। ফোন অথবা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্যই ব্যবস্থা রাখা হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘টিকিট পরীক্ষকের নজরে পড়লে মোটা জরিমানা দিতে হবে তরুণকে। তখন তাঁর ঘুম মাথায় উঠবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement