ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠেঘাটে ঘুরতে ঘুরতে জলের ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল একটি ষাঁড়। ঘাড় ঘুরিয়ে চারদিক দেখে হঠাৎ কী মনে করে ট্যাঙ্কের সিঁড়ি টপকাতে শুরু করল সে। এক একটি ধাপ পেরোতে পেরোতে ষাঁড়টি ৬০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে পড়ে। আর নামার কোনও নামগন্ধ নেই তার। এক ভাবে সিঁড়ির উপরেই দাঁড়িয়ে তাকে সে। ষাঁড়ের কাণ্ডকারখানা দেখে গ্রামের বাসিন্দারা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন।
উদ্ধারকর্মীরা খবর পেয়ে চলে আসেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। ষাঁড়টিকে উদ্ধার করার জন্য ক্রেনের ব্যবস্থাও করা হয়। এক দিন সিঁড়িতে ঠায় দাঁড়িয়ে থাকার পর নিজে থেকেই নেমে পড়ে ষাঁড়টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এষা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ষাঁড় জলের ট্যাঙ্কের সিঁড়ির উপর দাঁড়িয়ে রয়েছে। ট্যাঙ্কের ছাদে কাকের দল বসে রয়েছে। ট্যাঙ্কের নীচে দাঁড়িয়ে ষাঁড়টির কার্যকলাপ লক্ষ করছেন গ্রামবাসীরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শনিবার বিকেলে রাজস্থানের অজমেরের টাংকাবাস গ্রামে ঘটেছে। গ্রামের ভিতর ৬০ ফুট উঁচু একটি জলের ট্যাঙ্ক ছিল। সেই ট্যাঙ্কের উপর উঠে পড়েছিল একটি ষাঁড়। বহু ক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল সে। তা দেখে ভয়ে ট্যাঙ্কের নীচে ভিড় জমিয়ে ফেলেছিলেন গ্রামের বাসিন্দারা।
সন্ধ্যা গড়িয়ে এলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোলেও কোনও কিনারা হয়নি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটি ক্রেন আনারও ব্যবস্থা করা হয়। রবিবার সকালে ষাঁড়টিকে ক্রেনের সাহায্যে নামানো হবে বলে স্থির হয়। কিন্তু তার আগেই ষাঁড়টি নিজে থেকেই সিঁড়ি ভেঙে নেমে অন্য দিকে চলে যায়।