ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সমুদ্রে প্রায় হাঁটুজলে নেমে দাঁড়িয়েছিলেন এক তরুণ। হঠাৎ তিনি দেখলেন যে, সমুদ্রের ধার দিয়ে এসইউভি চালিয়ে তাঁর দিকে এগিয়ে আসছেন এক চালক। গাড়িটি আসতে দেখে সমুদ্র থেকে উঠে আসেন সেই তরুণ। কিন্তু তিনি সমুদ্রতটে যেতেই ঘটল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে লাফিয়ে ঘুরপাক খেতে শুরু করল গাড়িটি। গাড়ি থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেলেন চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যবুলেটিনএক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সমুদ্রেসৈকতের উপর এসইউভি চালাচ্ছিলেন এক তরুণ। বালির উপর গাড়িটি চালাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ঢেউ এগিয়ে যেতে শুরু করে। জলের পরিমাণ বাড়তে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
গাড়ি হাওয়ায় বার বার পাল্টি খেতে শুরু করে। সেই মুহূর্তে চালকের আসন থেকে ছিটকে যান তরুণ। শূন্য থেকে সোজা সমুদ্রে গিয়ে পড়েন তিনি। গাড়িটিও পাল্টি খেয়ে সমুদ্রসৈকতের উপর আছড়ে পড়ে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি গত শনিবার কুয়েতের আবু আল হাসানিয়া সমুদ্রসৈকতে ঘটেছে। তরুণ চালক গাড়ি থেকে ছিটকে পড়লেও তিনি গুরুতর আঘাত পাননি। জলে পড়ে আবার সমুদ্রতটে উঠে আসেন চালক।