Viral Video

টিকিট ছাড়া সফর, ধরা পড়তেই জুড়লেন তর্ক! টিকিট পরীক্ষককে ধমকও দিলেন সরকারি স্কুলের শিক্ষিকা, ভাইরাল ভিডিয়ো

তরুণী টিকিট না দেখিয়ে বেঁকে বসেন। টিকিট পরীক্ষকের সঙ্গে পাল্টা তর্ক জুড়ে দেন তিনি। তরুণীর দাবি, মহিলা যাত্রীকে একা দেখে টিকিট পরীক্ষক তাঁকে হেনস্থা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনের বাতানুকূল কামরায় উঠে পা ছড়িয়ে বসেছিলেন এক তরুণী। হঠাৎ টিকিট পরীক্ষক এসে তরুণীকে সেই জায়গা ছেড়ে উঠে যেতে বললেন। টিকিট পরীক্ষকের দাবি, টিকিট ছাড়াই ট্রেন সফর করছেন সেই তরুণী। বার বার তাঁকে টিকিট দেখানোর জন্য অনুরোধ করতে থাকেন টিকিট পরীক্ষক। কিন্তু তরুণী পাল্টা তর্ক জুড়ে বসেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ছপরা জিলা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ট্রেনের বাতানুকূল কামরায় বসেছিলেন। হঠাৎ টিকিট পরীক্ষক এসে তাঁর কাছে টিকিট দেখতে চান। তরুণীও টিকিট না দেখিয়ে বেঁকে বসেন।

টিকিট পরীক্ষকের সঙ্গে পাল্টা তর্ক জুড়ে দেন তিনি। তরুণীর দাবি, মহিলা যাত্রীকে একা দেখে টিকিট পরীক্ষক তাঁকে হেনস্থা করছেন। আসনে বসেই ফোন ঘেঁটে ব্যস্ত থাকার অভিনয় করতে থাকেন তিনি। কিন্তু টিকিট পরীক্ষক সে সব তোয়াক্কা না করেই তরুণীকে ট্রেন থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন।

Advertisement

টিকিট পরীক্ষকের দাবি, সেই তরুণী বিহারের এক সরকারি স্কুলের শিক্ষিকা। কিন্তু এমন পেশায় থাকলে যে টিকিট ছাড়াই ট্রেন সফর করা যায়, এমন কোনও অর্থ নেই। সে কথা স্পষ্ট তরুণীকে জানিয়ে দিলেন টিকিট পরীক্ষক। তরুণী তর্ক করতে করতে আসন ছেড়ে উঠে পড়েন। পুরো ঘটনাটি ভিডিয়ো করছিলেন টিকিট পরীক্ষক। তরুণী শিক্ষিকা তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেন, ‘‘আপনি এ ভাবে কোনও মহিলার ভিডিয়ো তুলতে পারেন না। আপনি আমায় একা পেয়ে হেনস্থা করে চলেছেন।’’

টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতেই ব্যস্ত রইলেন শিক্ষিকা। অথচ টিকিট দেখাতে পারলেন না। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ টিকিট পরীক্ষকের সৎ সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তরুণী শিক্ষিকাকে কটাক্ষের বাণে বিদ্ধ করে লিখেছেন, ‘‘শিক্ষিকা হয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন! তা হলে তিনি স্কুলের বাচ্চাদের কী শেখাবেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement