ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শিং দিয়ে গুঁতো মেরে মাঝরাস্তায় লড়াই চলছে দুই ষাঁড়ের। কেউই হার মানতে চাইছে না। শেষে সর্বশক্তি দিয়ে একটি ষাঁড়কে ধাক্কা দিয়ে পিছনে নিয়ে যেতে লাগল অন্য ষাঁড়। পিছনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। দুই ষাঁড়ের গুঁতোগুঁতির ফলে তিনি মাঝরাস্তায় স্কুটি থেকে ছিটকে পড়ে গেলেন। তরুণীকে পড়ে যেতে দেখে লড়াই থামিয়ে দিয়ে শান্ত হয়ে গেল ষাঁড় দু’টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আইঅ্যামঅঙ্কিত.__’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি ষাঁড় মাঝরাস্তায় গুঁতোগুঁতি করছে। একে অপরের শিং জড়িয়ে লড়াই করছে তারা। জানা গিয়েছে যে, এই ঘটনাটি মধ্যপ্রদেশের রায়পুরের সমতা কলোনি এলাকায় ঘটেছে।
সুযোগ বুঝে একটি ষাঁড় গুঁতো মেরে তার প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেয়। সেই সময় রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ষাঁড় দু’টি একেবারে তাঁর স্কুটিতে গিয়ে ধাক্কা দেয়। সামলাতে না পেরে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। ষাঁড় দু’টিও লড়াই ভুলে শান্ত হয়ে যায়। রাস্তা থেকে উঠে তরুণী হেঁটে হেঁটে অন্য দিকে চলে যান।