ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বৃষ্টি মাথায় হাতে ঝুড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন এক মহিলা। অনবরত বৃষ্টির ফলে রাস্তায় কাদাজল জমেছিল। কাদায় পা ফেলবেন না বলে রাস্তার ধারে একটি বাড়ির দালানে পা দিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস! কাদা থেকে নিজেকে বাঁচাতে গিয়ে পা পিছলে সেই জলেই পড়ে গেলেন ওই মহিলা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফান ভাইরাল কিডস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা পা পিছলে কাদাজলে পড়ে যাচ্ছেন। পা পিছলে যাওয়ার পর ডিগবাজি খেয়ে কাদায় পড়ে যান তিনি। হাত থেকে ঝুড়িটিও পড়ে যায় তাঁর।
তার পর জল থেকে উঠে গিয়ে তিনি আবার শুকনো রাস্তায় হেঁটে চলে যান। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেশি সাবধান হলেই মানুষ বিপদে পড়ে।’’ আবার মহিলার প্রতি সহানুভূতি দেখিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘পা পিছলে ওই মহিলা যে ভাবে পড়লেন! খুব জোরে আঘাত পেয়েছেন নিশ্চয়ই।’’