Viral Video

বাইক থেকে নেমে ‘বিনা কারণে’ তিন তরুণীকে চড়, মারধর! পাল্টা জুতোপেটা খেয়ে পালালেন যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন তরুণীর সঙ্গে যুবকের দুর্ব্যবহারের সেই ঘটনাটি ঘটেছে জয়পুরের চাকশু থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিকাশ চৌধরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বাইক থেকে নেমে একে একে তিন তরুণীকে সপাটে চড়। ওড়না টেনে মারধর। পাল্টা জুতোর বাড়িও খেলেন যুবক। তার পর বাইকে চড়ে আবার চলে গেলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন তরুণীর সঙ্গে যুবকের দুর্ব্যবহারের সেই ঘটনাটি ঘটেছে জয়পুরের চাকশু থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিকাশ চৌধরি। প্রকাশ্য রাস্তায় বাইকে চড়ে তিন তরুণীর পিছু নিয়েছিলেন তিনি। অশালীন মন্তব্যও করেন। এর পর তরুণীরা প্রতিবাদ করলে, বাইক থেকে নেমে তাঁদের মারধর করেন বিকাশ। পথচারীরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে রবিবার বিকাশকে গ্রেফতার করে পুলিশ।

ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত যুবক মোটরসাইকেলে বসে তিন তরুণীর সঙ্গে নাগাড়ে তর্ক করছেন। বাইক থেকে নেমে তাঁদের চড় মারতে থাকেন তিনি। ওড়না টেনে ঘুষিও মারেন। এর পর তিন তরুণীর মধ্যে এক জন জুতো দিয়ে যুবককে মারতে শুরু করেন। এর পরেই দ্রুত বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান যুবক।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লখরাজ অওয়ানা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “যাঁরা এই দৃশ্য দেখে প্রতিবাদ না করে ভিডিয়ো রেকর্ড করেছেন তাঁরা আরও বড় অপরাধী।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিন্দনীয়। যুবকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement