ছবি: ইনস্টাগ্রাম।
শিশু থেকে প্রাপ্তবয়স্ক— মেলায় গিয়ে ‘ব্রেক ড্যান্স’ নামক আমোদ দোলনায় চড়তে ভালবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এ বার ঘূর্ণায়মান অবস্থাতেই সেই আমোদ দোলনা ভেঙে বিপত্তি বাধল। চাঞ্চল্যকর ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেলায় ‘ব্রেক ড্যান্স’ এসেছে। সেই দোলনায় চড়ে আনন্দ করছেন এক দল মানুষ। কচিকাঁচা থেকে তরুণ— অনেকেই আছেন সেখানে। ঘুরে ঘুরতে হঠাৎই ‘ব্রেক ড্যান্স’-এর একটি আসন খুলে বেরিয়ে যায়। বাইরের দিকে ছিটকে যান সেই আসনে থাকা দুই যুবক। ব্রেক ড্যান্সের মেঝেয় পড়ে বিপজ্জনক ভাবে ঘুরতে থাকেন তাঁরাও। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় বাকিদের মধ্যে। আতঙ্কে অনেকেই দোলনাটি থামানোর জন্য চিৎকার করে ওঠেন। ‘ব্রেক ড্যান্স’ পরিচালনার দায়িত্বে থাকা দু’তিন জন যুবক সঙ্গে সঙ্গে দৌড়ে যান। অনেক কষ্টে থামান স্বয়ংক্রিয় দোলনাটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অজয়শর্মা.আপ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৩২ সেকেন্ডের সেই ভিডিয়ো। চার কোটিরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মোটেই মজার বিষয় নয়। আমি ওই দুই যুবকের সুস্থতা কামনা করি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বড় বিপদ হতে পারত। আমি আর কোনও দিন এই ধরনের দোলনায় চাপব না।’’