ছবি: ইনস্টাগ্রাম।
ক্যানসারের সঙ্গে লড়ছে ১৪ বছর কিশোরী। কিন্তু মনের জোর প্রবল। হাসপাতালের বিছানায় শুয়েই চিকিৎসকের সঙ্গে রিল বানাল সে। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। অটুট মনোবলের সাহায্যে নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে কিশোরী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে এক কিশোরী। তার শরীরে রোগীদের পোশাক। মাথা কামানো। তাঁর বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসক। তাঁকে সঙ্গে নিয়েই হাসিমুখে হিন্দি গানে রিল বানাতে দেখা গিয়েছে ওই কিশোরীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই কিশোরী ক্যানসার আক্রান্ত। আর সে কারণেই হাসপাতালে চিকিৎসাধীন সে। কেমোথেরাপির কারণে মাথা কামিয়ে দেওয়া হয়েছে। যদিও ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে যেতে রাজি নয় সে। হাসিমুখে লড়াই করে চলেছে মারণরোগের সঙ্গে। নিজেকে মানসিক ভাবে শক্ত রাখার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। আর সে কারণেই ওই ভাবে রিল বানিয়েছে সে। রিল দেখে আবেগে ভেসেছে নেটপাড়া।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ত্রিঝাস জার্নি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইনস্টাগ্রাম হ্যান্ডলটি ক্যানসার আক্রান্ত ওই কিশোরীর বলেই জানা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ক্যানসার আমার শরীরের পরীক্ষা নিতে পারে, কিন্তু কখনওই আমার মনোবল ভাঙতে পারবে না। হাসিমুখে আমি আশা, ভালবাসা এবং জীবন বেছে নিয়েছি।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১৮ লক্ষ বারেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কিশোরীর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং হার না মানা মনোভাবের প্রশংসা করেছেন অনেকে। আবার কিশোরীর কষ্টের কথা মনে করে কারও কারও চোখও ভিজেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শীঘ্র সুস্থ হয়ে ওঠো সাহসী মেয়ে। অদম্য মনোবলই তোমায় সুস্থ করে তুলবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘চিন্তা কোরো না, তুমি ভাল হয়ে যাবে। তুমি শক্তিশালী নারী। আমি তোমার পাশে আছি।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘তুমি সত্যিকারের যোদ্ধা। তোমার লড়াইকে কুর্নিশ। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।’’