Viral Video

শোবার ঘরে ফোঁস ফোঁস শব্দ! ঘুম ভেঙে বিশাল গোখরো দেখে চিৎকার গৃহকর্তার, তার পর... ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ধিধান পট্টি এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে একটি বিশাল গোখরো। দরজার পিছনে ঢুকে ফোঁস ফোঁস আওয়াজ করতে থাকে সে। সেই আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির এক সদস্যের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৩:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের বেলা ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যেরা। মাঝরাতে ঘুম ভাঙল প্রচণ্ড ফোঁস ফোঁস শব্দে। তীব্র সেই শব্দ শুনে ডাইনিং হলে বেরিয়ে আসতেই চক্ষু চড়কগাছ হল তাঁদের। আতঙ্কে তাঁরা চিৎকার করে উঠলেন বিরাট আকৃতির একটি গোখরো সাপ দেখে! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে বাগপত জেলার ছাপরাউলি শহরের ধিধান পট্টি এলাকায়। রাতের অন্ধকারে ধিধান পট্টি এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে বিষাক্ত গোখরোটি। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ধিধান পট্টি এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে একটি বিশাল গোখরো। দরজার পিছনে ঢুকে ফোঁস ফোঁস আওয়াজ করতে থাকে সে। সেই আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির এক সদস্যের। বাকিদের ডাকেন তিনি। ঘুম থেকে উঠে তাঁরা দেখেন শোয়ার ঘরের দরজার পিছনে বিরাট ফণা তুলে বসে রয়েছে একটি বিষাক্ত গোখরো। ফোঁস ফোঁস করে গর্জন করছে সে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে চিৎকার করে ওঠেন পরিবারের সদস্যেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পরে গোখরোটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল। সৌভাগ্যবশত, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিষাক্ত সাপের ঘরে ঢুকে গর্জন করার সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে নরেন্দ্র প্রতাপ নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ২৩ সেকেন্ডের সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন বর্ষাকালে ঘরদোরে সাপ ঢুকে যাওয়া নিয়ে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর সাপ! দেখেই ভয় লাগছে। গোখরোর এত বড় ফণা আগে দেখিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement