ছবি: এক্স থেকে নেওয়া।
দিনের বেলা ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন তরুণ। সামনে তাঁর দিকে মুখ করে তাঁকে জড়িয়ে বসে রয়েছেন প্রেমিকা। চলন্ত বাইকে প্রকাশ্যেই চলছে আদর। পাশ দিয়ে প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি, বাইক। তাতেও কুছ পরোয়া নেই যুগলের। ঝুঁকি নিয়ে একে অপরকে আলিঙ্গন করতে থাকেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছত্তীসগঢ়ের দুর্গ জেলায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুর্গ জেলার ভিলাই টাউনশিপের সেক্টর ১০-এ ক্যামেরাবন্দি করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী চলন্ত মোটরবাইকের পেট্রল ট্যাঙ্কে বসে জড়িয়ে ধরছেন আরোহীকে। দু’জনের মাথাতেই হেলমেট নেই। দু’জনের কারও মুখও দেখা যাচ্ছে না। তরুণী এমন ভাবেই জড়িয়ে ধরেছেন যে অনেক কষ্ট করে রাস্তা দেখতে পাচ্ছেন বাইক চালক প্রেমিক। পাশ দিয়ে প্রবল গতিতে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই বাইক ছুটছে। সেই বাইকের পিছনে থাকা একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
খবর, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে সেটি ভিলাই পুলিশেরও নজরে আসে। তদন্ত শুরুহয়। ভিলাই পুলিশ ইতিমধ্যেই ওই বাইকআরোহী তরুণকে খুঁজে বার করে গ্রেফতার করেছে বলে খবর। ওই তরুণের নাম মণীশ বলে জানা গিয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। তরুণকে জরিমানা করা হয়েছে বলেও খবর।
প্রেমিকাকে জড়িয়ে তরুণের বিপজ্জনক ভাবে বাইক চালানোর ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে জয়দাস মানিকপুরী নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার যুগলের সমালোচনায় সরব হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে যুগলের শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ। যুগলের আচরণকে অশালীন তকমাও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লজ্জার বালাই নেই। একে তো বিপজ্জনক ভাবে বাইক চালাচ্ছে, তার উপর আবার এই সব। নিজেরাও মরবে, লোককেও মারবে। কড়া শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ! যুবককে দেখে মনে হচ্ছে বাইক নয়, পক্ষীরাজ ছোটাচ্ছেন।’’