Viral Video

ট্রেনের মাথায় চড়ে দাপাদাপি, বিদ্যুতের তারে হাত দেওয়ার হুমকি! মদ্যপের কাণ্ডে ধানবাদ স্টেশনে বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিয়ো

সোমবার বিকালে ধানবাদ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় একটি ট্রেন। তখনই সকলের নজর এড়িয়ে ট্রেনের মাথায় চড়ে বসেন মদ্যপ এক যুবক। ট্রেনের ছাদে দৌড়োদৌড়ি শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৪:১৬
Share:

ধানবাদ স্টেশনে মদ্যপের কাণ্ডে বিশৃঙ্খলা। ছবি: এক্স থেকে নেওয়া।

মদ খেয়ে ট্রেনের মাথায় চড়ে দাপাদাপি। হাইটেনশেন তারে হাত দিয়ে নিজেকে শেষ করে ফেলার হুমকি! উদ্ধারকারীদের জুতো দিয়ে মারার চেষ্টা। মদ্যপ যুবকের কাণ্ডে হইচই পড়ল ধানবাদ স্টেশনে। সোমবার বিকালে ধানবাদ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকালে ধানবাদ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় একটি ট্রেন। তখনই সকলের নজর এড়িয়ে ট্রেনের মাথায় চড়ে বসেন মদ্যপ এক যুবক। ট্রেনের ছাদে দৌড়োদৌড়ি শুরু করেন তিনি। রেলপুলিশ এবং যাত্রীরা তাঁকে নেমে আসার অনুরোধ করলে হাইটেনশেন তারে হাত দিয়ে নিজেকে শেষ করার হুমকি দিতে থাকেন যুবক। তাঁকে দেখে হইচই পড়ে স্টেশন চত্বরে, বিশৃঙ্খলা ছড়ায়। মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় মূল লাইনের কার্যক্রম বন্ধ করে দেন স্টেশন কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এর পর ওই যুবককে নিরাপদে নামিয়ে আনা হয় ট্রেনের ছাদ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পর পরিষেবা পুনরায় চালু হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ট্রেন থেকে নামার পরেও যুবকের আচরণে অসঙ্গতি লক্ষ করেন রেলপুলিশের আধিকারিকেরা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। খতিয়ে দেখতে রেলপুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

মদ্যপ যুবকের ট্রেনের মাথায় চড়ে দাপাদাপি করার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘ঝাড়খণ্ড ডিডি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement