এই ভিডিয়োকে কেন্দ্র করেই বিতর্ক। ছবি: এক্স থেকে নেওয়া।
কন্যাকে বাইকে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন বাবা। তবে কন্যাকে পিছনে বসাননি। সামনে জ্বালানি ট্যাঙ্কের উপরে তাঁর মুখোমুখি বসিয়েছেন ওই যুবক। কন্যাকে হেলমেটও পরাননি। আর ব্যস্ত রাস্তায় মেয়ের সঙ্গে গল্প করতে করতে ও ভাবেই বাইক চালাচ্ছেন ঝড়ের গতিতে। চাঞ্চল্যকর তেমনই একটা ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছেন এক যুবক। তাঁর মাথায় হেলমেট, পিঠে ব্যাগ। সামনে জ্বালানি ট্যাঙ্কের উপর বিনা হেলমেটে বসে রয়েছে তাঁর বালিকা কন্যা। তবে বাবার মুখোমুখি বসে রয়েছে সে। গল্পও করছে বাবার সঙ্গে। যুবকও গল্পে মত্ত হয়েই বাইক চালাচ্ছেন বিপজ্জনক ভাবে। পিছনে একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক আরোহী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ওক এমিনেন্ট নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যুবককে ‘দায়িত্বজ্ঞানহীন বাবা’ তকমা দিয়েছেন অনেকে। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘স্পষ্টতই দায়িত্বজ্ঞানহীন বাবা। নিজের কথা না চিন্তা করলেও কন্যার কথা তো চিন্তা করা উচিত।’’