ছবি: ইনস্টাগ্রাম।
জলে নেমে বিশাল কুমির শিকার করল এক হিংস্র জাগুয়ার। জলের মধ্যেই কুমিরটির গলা কামড়ে ধরে মেরে ফেলল সে! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীর চরে শুয়ে রোদ পোহাচ্ছে এক বিশাল কুমির। হঠাৎ সেই কুমিরের দিকে নজর পড়ে এক হিংস্র জাগুয়ারের। নিশ্চুপে সাঁতরে কুমিরের একদম কাছে চলে যায় সে। এর পর চোখের পলকে জল থেকে উঠে কুমিরের টুঁটি কামড়ে ধরে। ছটফট করতে থাকে কুমিরটি। বাঁচার জন্য লড়াই চালায়। কিন্তু শেষ পর্যন্ত গলা ছাড়েনি জাগুয়ার। কুমিরের গলা টিপে মেরে ফেলে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আন্দ্রেসক্লসেন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। জাগুয়ারের ক্ষমতার কথা ভেবে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জাগুয়ারের চোয়াল যে এত শক্ত তা আমি জানতাম না। অবাক হয়ে গেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অনেকেই ভাবছেন যে কুমিরটি কেন জিততে পারল না? আসলে জাগুয়ারের মরণকামড় থেকে প্রাণ বাঁচানো মুশকিল।’’