ছবি: এক্স থেকে নেওয়া।
রাতের অন্ধকারে শৌচকর্ম করতে নদীর ধারে গিয়েছিলেন। তখন হঠাৎই বেড়ে যায় জলস্তর। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বৈদ্যুতিক খুঁটিতেই চড়ে বসলেন যুবক। সারা রাত অপেক্ষা করেন তিনি। পরের দিন যুবককে উদ্ধার করেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের প্রেমনগরের ঠাকুরপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে বিদ্যুতের খুঁটিতে চড়েছেন এক যুবক। খুঁটির নীচ দিয়ে প্রবল গতিতে বয়ে চলছে নদী। রীতিমতো ফুঁসছে নদীটি। জলস্রোত তীব্র। খুঁটি থেকে পড়লেই নিমেষে ভেসে যাবেন যুবক। আর তাই প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টায় বৈদ্যুতিক খুঁটি শক্ত করে ধরে রেখেছেন তিনি। কিছুটা দূরে দাঁড়িয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। ড্রোনের সাহায্যে যুবকের কাছে দড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যুবককে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘নবীন রেড্ডি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আশঙ্কাও প্রকাশ করেছেন।
ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে উত্তরাখণ্ডে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের চমোলী জেলার চারটি গ্রামে ভূমিধস এবং বন্যায় ৪০টিরও বেশি বাড়ি ভেসে গিয়েছে। দু’জন নিহত হয়েছেন। ছ’জন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।