Viral Video

বাইকের সঙ্গে বিশাল অজগর বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন যুবক! ভিডিয়ো দেখে নিষ্ঠুরতা নিয়ে সোচ্চার নেটাগরিকেরা

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধার দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বাইক। বাইক চালাচ্ছেন এক যুবক। তাঁর পরনে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট। যুবকের বাইকের পিছনে একটি দড়ি বাঁধা। আর সেই দড়ির অপর প্রান্ত বাঁধা হয়েছে বিশালাকার একটি অজগর সাপের লেজের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৩:৩৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন যুবক। আর সেই বাইকের পিছনে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন একটি মস্ত অজগর সাপকে। সাপটিকে টেনেহিঁচড়়ে বাইকের সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনি। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায়। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। ঘটনাটিকে ‘নিষ্ঠুরতার নিদর্শন’ বলে সরব হয়েছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধার দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বাইক। বাইক চালাচ্ছেন এক যুবক। তাঁর পরনে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট। যুবকের বাইকের পিছনে একটি দড়ি বাঁধা। আর সেই দড়ির অপর প্রান্ত বাঁধা হয়েছে বিশালাকার একটি অজগর সাপের লেজের সঙ্গে। সাপটিকে বাইকের সঙ্গে বেঁধে রাস্তা দিয়ে বিপজ্জনক ভাবে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন যুবক। অন্য এক বাইক আরোহী ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভিশন বিকশিত মুম্বই’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের কাছে কড়া পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিষ্ঠুরতার নিদর্শন। যুবককে চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হোক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এঁরা মানুষের পর্যায়ে পড়েন না। না হলে একটি প্রাণীকে এ ভাবে কষ্ট দিতে পারতেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement