Viral Video

নাগপঞ্চমীর দিন সাপ গলায় জড়িয়ে রিল বানানোর শখ, মোক্ষম কামড় খেলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগপঞ্চমী উপলক্ষে সাপের সঙ্গে রিল বানানোর শখ হয়েছিল অমিত রাজপুত নামে ২৩ বছর বয়সি ওই তরুণের। তার জন্য একটি সাপুড়ের কাছ থেকে সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৮:৪৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

নাগপঞ্চমীর দিন গলায় সাপ জড়িয়ে কেরামতি! ভয়ঙ্কর সরীসৃপকে গলায় জড়িয়ে ইনস্টাগ্রাম রিল বানানোর চেষ্টা। কায়দা দেখাতে গিয়ে সেই সাপেরই কামড় খেলেন তরুণ। হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরইয়া থানা এলাকার দয়ালপুর-ভিখামাপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগপঞ্চমী উপলক্ষে সাপের সঙ্গে রিল বানানোর শখ হয়েছিল অমিত রাজপুত নামে ২৩ বছর বয়সি ওই তরুণের। তার জন্য একটি সাপুড়ের কাছ থেকে সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিনি। সাপটিকে গলায় জড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেন। কিন্তু সাপটিকে ফেরত দেওয়ার সময় সরীসৃপটি তাঁর হাতে ছোবল মারে বলে খবর। তরুণকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে।

গলায় সাপ জড়িয়ে তরুণের কায়দাবাজির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে পবন কুমার শর্মা নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার তরুণের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেশি কেরামতির ফল। সাপের সঙ্গে খেলা করা উচিত নয়। না হলে ফল ভুগতেই হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! আশা করি ওই তরুণ ভাল আছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement