Viral Video

দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিষাক্ত গোখরোর সামনে ‘নাগিন ডান্স’! ভয়ঙ্কর পরিণতি হল যুবকের, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার শুয়ে এঁকেবেঁকে, মাথায় হাত তুলে ‘নাগিন ডান্স’ করছেন এক যুবক। তাঁর ঠিক সামনে ফণা তুলে বসে আছে একটি গোখরো। নাচতে নাচতে সাপের মাথাতেও হাত দিতে দেখা যায় ওই যুবককে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৪:০৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তায় গোখরো দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন যুবক! মাটিতে শুয়ে ‘নাগিন ডান্স’ করতে শুরু করেন বিষাক্ত সাপটির সামনেই। তবে তার পরিণতি হল ভয়ঙ্কর। আঙুলে সাপের কামড় খেলেন ওই যুবক। সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তেমনটাই দাবি করা হয়েছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার শুয়ে এঁকেবেঁকে, মাথায় হাত তুলে ‘নাগিন ডান্স’ করছেন এক যুবক। তাঁর ঠিক সামনে ফণা তুলে বসে একটি গোখরো। নাচতে নাচতে সাপের মাথাতেও হাত দিতে দেখা যায় ওই যুবককে। বেশ কিছু ক্ষণ নাচার পর সাপটিকে ধরে গলায় জড়িয়ে নেন তিনি। তখনই তাঁর আঙুলে মোক্ষম কামড় বসায় গোখরোটি। সঙ্গে সঙ্গে সাপটিকে ছেড়ে দেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় যুবকের হাতে সাপের কামড়ের দাগও দেখা গিয়েছে। যদিও সাপের কামড় খেয়ে যুবকের মৃত্যু হয়েছে কি না তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার যুবকের আচরণ দেখে বিরক্তি প্রকাশ করেছেন। নেটাগরিকদের অনেকে আবার দাবি করেছেন যে, যুবক মদ্যপ ছিলেন এবং সে কারণেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিষাক্ত সাপের সামনে নাচছিলেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘হয় মাতাল না হয় পাগল! এ ভাবে কেউ মৃত্যুর সঙ্গে খেলা করে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপ নিয়ে খেলো না। তা হলে পরিণতি এ রকমই ভয়ঙ্কর হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement