Viral Video

মরণকূপে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নীচে পড়লেন যুবক, এক ঘণ্টা নিজে নিজেই ঘুরল ‘ভূতুড়ে’ বাইক! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জের পঞ্চমুখী শিবমন্দির প্রাঙ্গণে শ্রাবণের মেলা বসেছিল। সেখানেই দলবল নিয়ে খেলা দেখাতে এসেছিলেন মরণকূপের আয়োজকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মরণকূপে বাইক নিয়ে খেলা দেখানোর সময় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেন যুবক। তবে বাইক থামল না। যুবক পড়ে যাওয়ার পরেও প্রায় এক ঘণ্টা নিজে নিজেই মরণকূপে ঘুরল সেই বাইক। সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জের পঞ্চমুখী শিবমন্দির প্রাঙ্গণে শ্রাবণের মেলা বসেছিল। সেখানেই দলবল নিয়ে খেলা দেখাতে এসেছিলেন মরণকূপের আয়োজকেরা। খেলা শুরুও হয়েছিল। কিন্তু মরণকূপের ভিতরে বাইক নিয়ে খেলা দেখানোর সময় নিয়ন্ত্রণ হারান এক যুবক। নীচে পড়ে আহত হন তিনি। দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য দিকে, বাইক কিন্তু থামে না। মরণকূপের উল্লম্ব দেওয়ালে নিজে থেকেই দ্রুত গতিতে ঘুরতে থাকে সেটি। প্রায় এক ঘণ্টা পরে থামে বাইকটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দীপক কুমার সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement