ছবি: এক্স থেকে নেওয়া।
রেললাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন জনা তিনেক তরুণ। তাঁদের সকলের হাতে একটি করে লাঠি ধরা। তাঁদের মধ্যে এক জন ট্রেন যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের সেই লাঠি দিয়ে মারছেন। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। ওই তরুণদের মধ্য দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রেলপুলিশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারে। বিহারের নাগরী হল্টে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর লাঠির আঘাত করার অভিযোগ ওঠে কয়েক জন তরুণের বিরুদ্ধে। অভিযোগ, রিল বানানোর জন্য ওই কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই রিল ভাইরাল হতেই নেটাগরিকদের ক্ষোভের মুখে পড়েন তরুণেরা। ভিডিয়োটি পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করে।
জানা গিয়েছে, এর পরেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে রেলপুলিশ। ওই তরুণদের শনাক্ত করা হয়। দু’জন তরুণকে গ্রেফতারও করা হয়। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ওই দুই তরুণকে গ্রেফতার করার খবরটি নিশ্চিত করেছে রেলপুলিশ। ওই পোস্টে লেখা, ‘‘ট্রেন চলাচলের সময় বিহারের নাগরী হল্টের কাছে যাত্রীদের উপর হামলা চালানোর জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদেরও খোঁজ চালানো হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।”
এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে রেলপুলিশ। সমাজমাধ্যমে খ্যাতি অর্জন করতে এই ধরনের বেপরোয়া কাজ করা থেকে যুবসমাজকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।