ছবি: সংগৃহীত।
আছড়ে পড়েছে মেরু ঘূর্ণাবর্ত বা ‘পোলার ভর্টেক্স’। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নীচে। আর তার জেরে বরফে পরিণত হচ্ছে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত থেকে ওঠা জলের কুয়াশা! অপরূপ সেই দৃশ্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
মেরু ঘূর্ণাবর্ত হল দুই মেরুকে ঘিরে থাকা বিস্তীর্ণ অঞ্চলের নিম্নচাপ এবং ঠান্ডা হাওয়া। এটি গ্রীষ্মে দুর্বল এবং শীতে শক্তিশালী হয়। সুমেরুর হাড়কাঁপানো ঠান্ডা হাওয়া দক্ষিণমুখী হওয়ার ফলে এই বিপজ্জনক পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এরই প্রভাব এ বার পড়েছে কানাডার অন্টারিয়ো এবং আমেরিকার নিউ ইয়র্কের সীমানায় থাকা নায়াগ্রা জলপ্রপাতে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শক্তিশালী মেরু ঘূর্ণাবর্তের কারণে নায়াগ্রা জলপ্রপাতের চারদিক বরফে ঢাকা পড়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে জলপ্রপাত থেকে ওঠা জলবিন্দুর কুয়াশা বরফে পরিণত হচ্ছে। জলপ্রপাত সংলগ্ন পাহাড় এবং নদীর তীরেও ঘন বরফের স্তর তৈরি হয়েছে। তবে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেলেও জলপ্রপাতে কোনও প্রভাব পড়েনি। জলপ্রপাতের জল স্বভাবসিদ্ধ ভাবেই গর্জন করছে স্বকীয় ভঙ্গিমায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওপেন সোর্স ইন্টেল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার নায়াগ্রার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
নায়াগ্রা জলপ্রপাত তার শক্তিশালী প্রবাহ এবং কুয়াশার জন্য পরিচিত, যা বহু কিলোমিটার দূর থেকে দেখা যায়। প্রতি সেকেন্ডে, লক্ষ লক্ষ লিটার জল পাহাড়ের উপর দিয়ে জলপ্রপাতে গর্জন করে আছড়ে পড়ে। আমেরিকা এবং কানাডা— উভয় দেশেরই জলবিদ্যুতের একটি প্রধান উৎস নায়াগ্রা জলপ্রপাত।