Viral Video

গঙ্গায় দুধ ঢালছিলেন যুবক! সংগ্রহ করতে আসা ক্ষুধার্ত বালিকাদের দিলেন না এক ফোঁটাও, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিমন্যু সিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:২৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গঙ্গার মধ্যে লিটার লিটার দুধ ঢেলে ‘দুগ্ধাভিষেক’ করছিলেন! বাটি নিয়ে কয়েক জন বালিকা সেই দুধ সংগ্রহ করতে গেলে তাদের তাড়িয়ে দিলেন যুবক! পুরো দুধই তিনি ঢেলে দিলেন গঙ্গায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভক্তি এবং পবিত্রতার প্রতীক হিসাবে তৈরি সেই আচার তীব্র আলোচনারও জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

গঙ্গা নদীতে দুধ ঢালা বা দুগ্ধাভিষেক গঙ্গার প্রতি কৃতজ্ঞতা এবং ভক্তি প্রকাশের একটি হিন্দু রীতি। ভক্তেরা প্রায়শই দেবী গঙ্গার পূজার সময় এই রীতি পালন করেন। কিন্তু সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োটি সেই রীতির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নেটাগরিকদের মধ্যে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক একটি বড় পাত্র থেকে লিটার লিটার দুধ ঢালছেন নদীতে। গঙ্গার দুগ্ধাভিষেক করছেন তিনি। এমন সময় কয়েক জন বালক-বালিকা সেখানে পৌঁছোয়। পাত্র নিয়ে দুধ সংগ্রহের চেষ্টা করে তারা। কিন্তু ওই যুবক সেখান থেকে পাত্র সরিয়ে নেন। দুধ সংগ্রহ করতে আসা এক বালিকাকে সরিয়ে পুরো দুধই গঙ্গায় ঢেলে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিমন্যু সিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনাও। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই দুধ নদীর চেয়ে দরিদ্র মানুষের জন্য বেশি প্রয়োজনীয় ছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওই বালিকাদের দুধ দিলে আরও অনেক পুণ্য অর্জন করতে পারতেন দাদা।’’ তবে কেউ কেউ ওই ভক্তের সমর্থনেও সরব হয়েছেন। এক জন লিখেছেন, ‘‘কেউ যদি গঙ্গা দেবীর উদ্দেশে দুধ অর্পণ করেন, তা হলে তাঁর ভক্তিকে সম্মান করা উচিত। উনি তো অর্পণের উদ্দেশেই দুধ নিয়ে এসেছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement