ছবি: এক্স থেকে নেওয়া।
এক বৃদ্ধ দম্পতির ভালবাসা দেখে মুগ্ধ ইন্টারনেট। বয়সের উপান্তে এসেও পরস্পরের প্রতি যত্নের প্রকাশ দেখে বিস্মিত নেটাগরিকদের প্রশ্ন, ‘এমনটাও সম্ভব?’ বৃদ্ধ দম্পতির প্রেমের বহিঃপ্রকাশ দেখে একবাক্যে সবাই মেনে নিয়েছেন, প্রেম সত্যিই বয়স মানে না। বৃদ্ধ বয়সে এসে দম্পতির একে অপরের প্রতি ভালবাসা, যত্নের নিদর্শনের একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আবেগতাড়িত করেছে নেটাগরিকদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হাসপাতালের আইসিইউতে শুয়ে রয়েছেন এক বৃদ্ধা। সামনে দাঁড়িয়ে তাঁর বৃদ্ধ স্বামী। অসুস্থ স্ত্রীর হাত ধরে আছেন তিনি। হালকা ঝুঁকে স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুমি চিন্তা কোরো না। আমি আছি। ঠিক সুস্থ হয়ে যাবে।’’
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বিহারের এবং ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধের নাম শ্যাম দ্বিবেদী। সম্প্রতি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শ্যামের অসুস্থ স্ত্রীকে। আইসিইউতে ভর্তি করানো হয় তাঁকে। তবে বৃদ্ধ শ্যাম হাসপাতাল ছেড়ে এক পা-ও নড়েননি। স্ত্রীর খেয়াল রাখার জন্য সেখানেই রয়ে গিয়েছিলেন। স্ত্রীর প্রতি শ্যামের ভালবাসার সে রকমই একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন হাসপাতালের নার্সেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গীতা শর্মা নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই অনেকে দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ভিডিয়ো দেখার পর চোখে জল এসেছে বলেও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিকারের ভালবাসা এমনটাই হয়। চোখে জল এসে গেল।’’