ছবি: ইনস্টাগ্রাম।
বয়স সংখ্যামাত্র। আরও এক বার তা প্রমাণ করে দিলেন এক বৃদ্ধা। বলিউডের বিখ্যাত গান ‘কাগজ় কলম’ গানে নেচে মাত করলেন তিনি। তরুণীদের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচলেন। সেই নাচের ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমের নজর কেড়়েছে সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরোয়া অনুষ্ঠানে বাড়ির মহিলারা গোল করে বসে রয়েছেন। মাঝখানে দাঁড়িয়ে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। তাঁর পরনে চুড়িদার, মাথায় ওড়না। মাইকে জনপ্রিয় হিন্দি গান ‘কাগজ় কলম’ বাজছে। হঠাৎই সকলকে চমকে দিয়ে নাচতে শুরু করলেন ওই বৃদ্ধা। গানের তালে তালে কোমর দুলিয়ে, হাত নেড়ে নাচতে থাকলেন তিনি। তাঁকে নিখুঁত ভাবে নাচতে দেখে উপস্থিত বাকি মহিলাদের মধ্যে হইচই পড়ে গেল। হাততালি দিয়ে উঠলেন সকলে। তবে সে সব দিকে পাত্তা না দিয়ে নাচতে থাকলেন বৃদ্ধা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘পরবেশসোনিয়া২০২৩’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। বৃদ্ধার জীবনশক্তি দেখে নেটাগরিকদের অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর নাচেরও কদর করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঠাম্মা খুব সুন্দর নেচেছেন। একেই বলে প্রাণ খুলে নাচা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ঠাকুমা তুমি ১০০ বছরেরও বেশি বেঁচে থাকো আর এ ভাবে নাচতে থাকো।”