ছবি: এক্স থেকে নেওয়া।
স্কুলে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বুক ধরে বসে পড়লেন। আর উঠলেন না। পড়াতে পড়াতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহৌরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই শিক্ষকের নাম নিয়াজ আহমেদ। লাহৌরের একটি বেসরকারি স্কুলের উর্দুর শিক্ষক ছিলেন তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পড়ুয়াদের প্রশিক্ষণ ক্লাস নিচ্ছেন আহমেদ। অনেকেই অংশগ্রহণ করেছেন সেই ক্লাসে। স্কুলের অন্য শিক্ষকেরাও তাঁর পড়ানো শুনছেন। এমন সময় পড়াতে পড়াতে হঠাৎ করেই বুক চেপে ধরে মাটিতে বসে পড়েন আহমেদ। মাটিতে লুটিয়ে পড়েন। ক্লাসরুম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছুটে যান আহমেদের দিকে। তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আহমেদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মুদাসারআলি৩৭’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ শিক্ষকের পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন। অনেকে আবার কমবয়সিদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিপজ্জনক প্রবণতা! কেন এ ভাবে কমবয়সিরা হৃদ্রোগে মারা যাচ্ছেন কেউ বলতে পারেন?’’