ছবি: এক্স থেকে নেওয়া।
বাইকে চড়ে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়। তাঁর বাইকে এসে ধাক্কা দেয় একটি দ্রুতগামী হায়াবুসা। মৃত্যু হয় দুই বাইক চালকেরই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের মায়সুরুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভয়ঙ্কর ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত ২টো নাগাদ মায়সুরুর নেলসন ম্যান্ডেলা রোডের বাল ভবনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাতে গ্রাহককে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন পেশায় খাবার সরবরাহকারী এমএস কার্তিক (৪২)। সেই সময় ওই রাস্তা দিয়েই হায়াবুসা ছুটিয়ে যাচ্ছিলেন চামরাজনগরের কেপি মহল্লার বাসিন্দা সৈয়দ শায়েরান (৩০)। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দ্রুত গতিতে বাইক ছুটিয়ে যাচ্ছিলেন সৈয়দ। হায়াবুসা নিয়ে কার্তিকের বাইকে ধাক্কা মারেন তিনি। ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান কার্তিক। মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন সৈয়দও। গাড়়িটি গিয়ে ধাক্কা খায় বৈদ্যুতিক খুঁটিতে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সৈয়দকে দগ্ধ এবং গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিন্তু চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দুর্ঘটনার পর পরই নরসিংহরাজ (এনআর) ট্রাফিক স্টেশনের পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছোন। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও খবর।
দুর্ঘটনাটি নেলসন ম্যান্ডেলা রোডের ধারে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ‘শিবম আনভেলস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে আবার দুই যুবকের চরম পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন।