Viral Video

এক ফালি জমিতে পাঁচ তলা পেল্লায় বাড়ি! পৃথিবীর ‘অষ্টম আশ্চর্যের’ দেখা মিলল বিহারে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ফালি জমির উপর দাঁড়িয়ে রয়েছে নির্মীয়মাণ সরু পাঁচ তলা একটি বাড়ি। চওড়ায় দেড় থেকে দু’ফুট। দৈর্ঘ্যে প্রায় ৫০ ফুট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৬:২০
Share:

চওড়ায় ফুট দু’য়েক জমি। আর ওইটুকু জমিতেই তোলা হয়েছে পেল্লায় পাঁচ তলা বা়ড়ি! এক ফালি সেই বাড়ির দৈর্ঘ্য কিন্তু প্রায় ৫০ ফুট। সেই বাড়ির একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। সামান্য ওই জমিতে কী ভাবে বাড়ি বানানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। বাড়িটি কার তা জানা না গেলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটি রয়েছে বিহারের খাগড়িয়া এলাকায়।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ফালি জমির উপর দাঁড়িয়ে রয়েছে নির্মীয়মান সরু পাঁচ তলা একটি বাড়ি। চওড়ায় দেড় থেকে দু’ফুট। দৈর্ঘ্যে প্রায় ৫০ ফুট। বাড়ির ঘরের যা আকার তাতে এক নজরে দেখলে মনে হতেই পারে— সেখানে কি আদৌ বাসবাস করা সম্ভব? সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছপরা জিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। নেটমাধ্যমে আলোচনার বিষয়ও হয়ে উঠেছে ভিডিয়োটি। এক নেটাগরিক ভি়ডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো অষ্টম আশ্চর্য! লোকে ঠিকই বলে। বিহারে যা খুশি ঘটতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সব ঠিক আছে। তবে ঝড় এলে কিন্ত সাবধানে। বাড়ি উড়ে যেতে পারে।’’ যদিও নেটাগরিকদের কেউ কেউ আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার কেমন সন্দেহ লাগছে। আদৌ এ রকম কোনও বাড়ি আছে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement