Viral Video

গোখরোকে দিয়ে জিভে ছোবল, সাপের সঙ্গে দুধ পান একই পাত্র থেকে! ভাইরাল ‘বিষাক্ত বুড়ো’র ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শোভাযাত্রার মধ্যে একটি গোখরো সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছেন প্রৌঢ়। জিভ বার করে সাপটিকে সেখানে ছোবল মারতে বাধ্য করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাজস্থানে ধর্মীয় শোভাযাত্রায় গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন মাঝবয়সি এক ব্যক্তি। বিষাক্ত গোখরোকে দিয়ে ছোবল দেওয়ালেন দাঁতে। এর পর সাপের সঙ্গে দুধ খেলেন একই পাত্র থেকে! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের বারানে তেজাজি মহারাজের শোভাযাত্রায় ওই কাণ্ড ঘটাতে দেখা যায় প্রৌঢ়কে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শোভাযাত্রার মধ্যে একটি গোখরো সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছেন প্রৌঢ়। জিভ বার করে সাপটিকে সেখানে ছোবল মারতে বাধ্য করেন তিনি। ‘অলৌকিক’ ভাবে এর পরেও তাঁর কিছু হয়নি। এর পর একটি পাত্র থেকে দুধ খেতে শুরু করেন প্রৌঢ়। সাপের মুখও দুধের পাত্রে ডুবিয়ে দেন। ভয়ঙ্কর সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। উল্লখ্যে, রাজস্থানের সেই ধর্মীয় শোভাযাত্রায় অসংখ্য ভক্তকেই সাপ হাতে নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘কপিল মিশ্র’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আশ্চর্য! গোখরোর কামড়েও ওই প্রৌঢ়ের কিছু হল না। অলৌকিক ঘটনা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপ দুধ পান করে না। গোখরো কামড়ানোর পর কেউ রেহাইও পায় না। এই ধরনের মানুষেরা প্রাণীদের নির্যাতন করে। সাপের বিষদাঁত ভেঙে ৭-৮ দিন ধরে অভুক্ত রাখে তাদের, যাতে খিদের চোটে সাপ দুধ পান করতে বাধ্য হয়।’’

Advertisement

উল্লেখ্য, তেজাজি মহারাজ মিছিল বলতে বোঝায় লোকদেবতা তেজাজি মহারাজের উদ্দেশে নিবেদিত একটি ধর্মীয় শোভাযাত্রা, যা মূলত রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাতে পালিত হয়। ওই রাজ্যগুলির বাসিন্দাদের একাংশের বিশ্বাস, সাপের কামড় থেকে রক্ষা করেন তেজাজি মহারাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement