ছবি: এক্স থেকে নেওয়া।
চিতাবাঘকে হার মানাল পথকুকুর। আঁচড়ে-কামড়ে জেরবার করে দিল ভয়ঙ্কর প্রাণীটিকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরল এবং নাটকীয় সেই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
জানা গিয়েছে, গত সপ্তাহে নিফাদ এলাকার একটি গ্রামে মুখোমুখি হয় চিতাবাঘ এবং পথকুকুর। পথকুকুরটিকে শিকারের উদ্দেশে আক্রমণ করে চিতাবাঘটি। কিন্তু পথকুকুরের পাল্টা আক্রমণে অবস্থা কাহিল হয় চিতাবাঘটির। পথকুকুরের তাড়া খেয়ে গ্রামে ঢুকে পড়ে চিতাবাঘ। তবে তাতেও রেহাই মেলেনি। তাড়া করে কামড়ে চিতাবাঘটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় পথকুকুরটি, যা গ্রামবাসীদের হতবাক করে দেয়। এর পর কোনও মতে পালিয়ে বাঁচে চিতাবাঘটি। পথকুকুর এবং চিতাবাঘের লড়াইয়ের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘কুকুরটি যে ভাবে আক্রমণ করেছিল তা অবিশ্বাস্য। চিতাবাঘটি তার সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি। পালিয়ে যায়। গ্রামবাসীদেরও কোনও ক্ষতি করতে পারেনি চিতাবাঘ।’’
চিতাবাঘ এবং কুকুরের লড়াইয়ের ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘নেক্সট মিনিট নিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার কুকুরটির সাহসিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।