Viral Video

জলপ্রপাতে দাঁড়িয়ে রিল বানানোই কাল হল, স্রোতে ভেসে গেলেন জনপ্রিয় ইউটিউবার! ভাইরাল মর্মান্তিক ভিডিয়ো

সাগর তাঁর বন্ধু অভিজিৎ বেহরার সঙ্গে কটক থেকে কোরাপুট এসেছিলেন। ইউটিউব চ্যানেলের জন্য বিখ্যাত পর্যটন স্থানগুলির ভিডিয়ো শুট করছিলেন তিনি। শনিবার বিকেলে দুদুমা জলপ্রপাতে রিল রেকর্ড করার সময় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১০:৪২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জলপ্রপাতে দাঁড়িয়ে রিল বানানোই কাল হল। তীব্র জলের স্রোতে ভেসে গেলেন ওড়িশার জনপ্রিয় ইউটিউবার। শনিবার ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২২ বছর বয়সি ওই ইউটিউবারের নাম সাগর টুডু। তিনি ওড়িশার বেরহামপুরের বাসিন্দা। মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাগর তাঁর বন্ধু অভিজিৎ বেহরার সঙ্গে কটক থেকে কোরাপুট এসেছিলেন। ইউটিউব চ্যানেলের জন্য বিখ্যাত পর্যটন স্থানগুলির ভিডিয়ো শুট করছিলেন তিনি। শনিবার বিকেলে সাগর যখন দুদুমা জলপ্রপাতে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল রেকর্ড করছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, জলপ্রপাতের মাঝখানে সাগর রিল তৈরির সময় হঠাৎই জলপ্রবাহ বেড়ে যায়। জলপ্রপাতের মাঝখানে একটি পাথরে আটকে পড়েন তিনি। আশপাশের মানুষ দড়ি দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। জলের তোড়ে ভেসে যান তরুণ ইউটিউবার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবর, লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ২,০০০ কিউসেক জল ছেড়েছিলেন মাচাকুন্ডা বাঁধ কর্তৃপক্ষ। সেই কারণেই দুদুমা জলপ্রপাতে জলপ্রবাহ বৃদ্ধি পায়।

Advertisement

ইউটিউবার ভেসে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মাচাকুন্ডা পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। শুরু হয় অনুসন্ধান অভিযান। সাগরের পরিবারকেও খবর দেওয়া হয়। কিন্তু সোমবার সকাল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি বলেই খবর।

সেই ঘটনা প্রসঙ্গে কোরাপুটের পুলিশ সুপার বলেছেন, ‘‘উদ্ধার অভিযানের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলকে মোতায়েন করা হয়েছে। তরুণ বেরহামপুরের বাসিন্দা এবং দুদুমা জলপ্রপাতে ঘুরতে এসেছিলেন। আমরা পরিবারের সদস্যদের জানিয়েছি।”

সাগরের জলপ্রপাতে ভেসে যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘মানস মুদুলি’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার তরুণ ইউটিউবারের পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement