Lottery News

বৃষ্টি থেকে বাঁচতে লটারির দোকানে ঢুকে ভাগ্যপরীক্ষা, টিকিট কেটেই ‘হাত-পা ঠান্ডা’ হয়ে গেল তরুণীর! কেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্সি শহরের বাসিন্দা ওই তরুণী গত ৮ অগস্ট বাড়ির জিনিসপত্র কিনতে বাজারে বেরিয়েছিলেন। কিন্তু তিনি রাস্তায় নামতেই ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে লটারির দোকানে ঢোকেন ওই তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৫:১১
Share:

—প্রতীকী ছবি।

ভাগ্যে বিশ্বাস করেন, পৃথিবীতে এমন মানুষের সংখ্যা অনেক। কেউ যদি বিশ্বাস না-ও করেন, তা হলে চিনের একটি ঘটনা তাঁদের চমকে দিতে পারে। গৃহস্থালির কিছু জিনিসপত্র কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন চিনের এক তরুণী। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তিনি যখন দোকান থেকে বেরোচ্ছেন, তখন তিনি কোটিপতি। অবিশ্বাস্য মনে হলেও গত ৮ অগস্ট দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের ইউক্সি শহরে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্সি শহরের বাসিন্দা ওই তরুণী গত ৮ অগস্ট বাড়ির জিনিসপত্র কিনতে বাজারে বেরিয়েছিলেন। কিন্তু তিনি রাস্তায় নামতেই ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি দোকানে ঢোকেন ওই তরুণী। দোকানটি ছিল লটারির। অনেক ক্ষণ ধরে বৃষ্টি না থামার কারণে ওই তরুণী দোকান থেকে লটারি কেনার সিদ্ধান্ত নেন।

ওই দোকানদারের থেকে ৩০টি লটারি কিনেছিলেন তরুণী। প্রতিটি টিকিটের দাম ছিল প্রায় ২৫০ টাকা। অর্থাৎ, প্রায় ৭,৫০০ টাকা খরচ করে ওই লটারিগুলি কিনেছিলেন তিনি। এর পর তরুণী দোকানে দাঁড়িয়েই ভাগ্যপরীক্ষা করতে শুরু করেন। ষষ্ঠ টিকিটের নম্বর মেলাতেই মুখ উজ্জ্বল হয়ে উঠে তাঁর। দেখেন, ওই লটারিতে প্রায় ১.৪ কোটি টাকা পুরস্কার হিসাবে জিতেছেন।

Advertisement

পুরস্কার জিতে তরুণী এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে, তাঁর হাত-পা ঠান্ডা হয়ে যায়। তবে পর ক্ষণেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কোটিপতি হয়ে দোকান থেকে বেরিয়ে আসেন তিনি। তরুণীর ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যম জুড়ে হইচই পড়েছে। শুরু হয়েছে ভাগ্য নিয়ে আলোচনা। নেটাগরিকদের একাংশ তরুণীর লটারি জেতাকে সৌভাগ্য বলে দাবি করলেও অনেকে বিষয়টিকে কাকতালীয় ঘটনা হিসাবেই দেখছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement