Viral Video

নদীতে আটকে পড়া যুবককে বাঁচাতে দড়ি ছুড়লেন স্থানীয়েরা, ধরতে না পেরে ভেসেই গেলেন! ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

৩০ বছর বয়সি যুবকের নাম আমন ইমতিয়াজ় সইদ। পওয়াইয়ের ফিল্টারপাড়ার বাসিন্দা আমন পেশায় শিক্ষক। গত ১৯ অগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ মিঠি নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ০৯:৫৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকার। তার মধ্যেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ভিডিয়ো। ঝড়বৃষ্টির মধ্যে সাঁতার কাটতে গিয়ে জলের তোড়ে ভেসেই গেলেন এক যুবক। অনেক চেষ্টা করেও প্রথমে তাঁকে উদ্ধার করা যায়নি। পরে পওয়াইয়ের ফুলেনগর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। যুবকের ভেসে যাওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সি ওই যুবকের নাম আমন ইমতিয়াজ় সইদ। পওয়াইয়ের ফিল্টারপাড়ার বাসিন্দা আমন পেশায় শিক্ষক। গত ১৯ অগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ মিঠি নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি। তখনই হঠাৎ নদীর স্রোত বেড়ে যায়। ভেসে যান তিনি। প্রথমে প্রবল নদীর স্রোতের মধ্যে একটি দেওয়াল ধরে ভেসে যাওয়া থেকে আটকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা একটি দড়ি নিয়ে তাঁর কাছে পৌঁছোন। কিন্তু সেই দড়ি ধরতে গিয়েই বিপত্তি বাধে। ভেসে যান তিনি। কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অনেক চেষ্টার পর ফুলেনগর থেকে উদ্ধার করা হয়েছে আমনকে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মুম্বইয়ের জ়োন ১০-এর ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নালাওয়াড়ে। তিনি বলেন, ‘‘প্রবল স্রোতের কারণে যুবক নিজেকে ধরে রাখতে পারেননি। সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচাতে ছুটে আসেন ঠিকই, কিন্তু তিনি ভেসে যান। পরে তাঁকে উদ্ধার করা হয়।’’

Advertisement

মুম্বইয়ের শিক্ষকের নদীতে ভেসে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আনন্দ এন. ইঙ্গলে’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement