Viral Video

মোবাইলে ভোজপুরি গানের ভিডিয়ো দেখে থমকে গেল বিষাক্ত সাপ! জিভ বার করে দেখল এক মনে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মোবাইল ফোনে তারস্বরে একটি ভোজপুরি গান বাজছে। একই সঙ্গে গানের ভিডিয়োও চলছে। হঠাৎ সেই জায়গায় উপস্থিত হয় একটি বিষাক্ত সাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৩:১৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

শুধু মানুষই নয়, সরীসৃপরাও ভোজপুরি গান দেখতে পছন্দ করে! অন্তত তেমনটাই মনে হবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো দেখে। সেখানে দেখা গিয়েছে কী ভাবে মোবাইল ফোনে ভোজপুরি গান ‘এ রাজাজি’র ভিডিয়ো চুপ করে বসে দেখছে একটি বিষাক্ত সাপ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোবাইল ফোনে তারস্বরে একটি ভোজপুরি গান বাজছে। একই সঙ্গে গানের ভিডিয়োও চলছে। হঠাৎ সেই জায়গায় উপস্থিত হয় একটি বিষাক্ত সাপ। থমকে যায় ফোনের কাছে এসে। এর পর একমনে বসে ভোজপুরি নাচ এবং গানের ভিডিয়ো দেখতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বনা ফাইড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এ নিশ্চয় বিহারের সাপ। না হলে এত আগ্রহভরে ভোজপুরি গান শুনত না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মনে হয় আগের জন্মে সাপটি মানুষ ছিল এবং ভোজপুরি গানের ভক্ত ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement