Viral Video

তাঁর মুখের কাছ থেকে মাংস নিয়ে খাচ্ছে হায়নার দল! ভয়ে কেঁদেই ফেললেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একটি ফাঁকা জায়গায় বসে রয়েছেন এক তরুণী। তাঁর চোখেমুখে ভয়। ঠিক পাশে বসে এক বৃদ্ধ। আর তাঁদের সামনে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত হায়নার দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:২১
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ফাঁকা মাঠের মধ্যে মুখে একটি সরু কাঠি ধরে ভয়ে ভয়ে বসে রয়েছেন তরুণী। কাঠির অপর প্রান্তে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট মাংসের টুকরো। আর সেই মাংস খেতে আসছে হায়নার দল! গা শিউরে ওঠা তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ ইথিয়োপিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একটি ফাঁকা জায়গায় বসে রয়েছেন এক তরুণী। তাঁর চোখেমুখে ভয়। ঠিক পাশে বসে এক বৃদ্ধ। আর তাঁদের সামনে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত হায়নার দল। তরুণী নিজের মুখে একটি কাঠি ধরে রেখেছেন। কাঠির অপর প্রান্তে এক টুকরো করে মাংস রেখে দিচ্ছেন ওই বৃদ্ধ। এক এক করে হায়না এসে সেই মাংস তুলে নিয়ে যাচ্ছে। যদিও হায়নাগুলি বৃদ্ধ বা তরুণীকে আক্রমণ করেনি। তবে একটি হায়না তরুণীর একদম কাছে চলে আসায় ভয়ে কেঁদে ফেলেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এনডব্লিউই’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেক আবার উদ্বেগ প্রকাশ করেছেন তরুণীর নিরাপত্তা নিয়ে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, হায়নাগুলি ওই বৃদ্ধের পোষা এবং সঠিক ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার যে দিন বাঁচতে ইচ্ছা করবে না, সে দিন এটা করতে যাব।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটি পূর্ব ইথিওপিয়ার হারার নামের একটি পর্যটনস্থল। শহরটি আনন্দ এবং শান্তিতে পূর্ণ। সেখানে হায়নারাও মানুষের সঙ্গে বন্ধুত্ব করে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement