Viral Video

পাবজি খেলতে খেলতে প্রেম! স্বামীকে মেরে নীল ড্রামে ভরে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালাতে চাইলেন বধূ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের মহোবার ওই বধূর নাম আরাধনা। ২০২২ সালে মাহোবার বাসিন্দা শিলু নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। দেড় বছরের পুত্রও রয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৫:৩৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পাবজি খেলতে খেলতে বন্ধুত্ব। বন্ধুত্ব গড়িয়ে প্রেম। সেই প্রেমিক ১০০০ কিমি পাড়ি দিয়ে দেখা করতে আসতেই স্বামী-শিশুসন্তানকে ছেড়ে পালানোর চেষ্টা করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের মহোবার ওই বধূর নাম আরাধনা। ২০২২ সালে মহোবারই বাসিন্দা শিলু নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। দেড় বছরের পুত্রও রয়েছে তাঁদের। জানা গিয়েছে, বিয়ের কয়েক মাস পর আরাধনা পাবজি খেলায় আসক্ত হয়ে পড়েন। পাবজি খেলার সময় পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা শিবম নামে এক যুবকের প্রেমে পড়েন। প্রেম আরও গড়াতে ১০০০ কিমি পথ পাড়ি দিয়ে ওই বধূর সঙ্গে দেখা করতে আসেন তাঁর প্রেমিক। স্ত্রীর প্রেমিকের আকস্মিক আগমনে হতবাক হয়ে যান স্বামী এবং তাঁর পরিবার। বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। এর পরেই স্বামী এবং তিন বছরের সন্তানকে ছেড়ে অনলাইনে আলাপ হওয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই বধূ। অভিযোগ, আটকানোর চেষ্টা করলে স্বামীকে খুনের হুমকি দেন তিনি। হুমকি দেন, তাঁকে আটকাতে গেলে মেরঠের প্রাক্তন মার্চেন্ট অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী যে ভাবে নীল ড্রামে ভরে দিয়েছিলেন, স্বামীরও সেই একই অবস্থা করবেন তিনি।

এর পর শিলুর অভিযোগের ভিত্তিতে শিবমকে আটকে করে পুলিশ। শিবমকে থানায় নিয়ে যাওয়া হলে পিছন পিছন সেখানে পৌঁছোন আরাধনাও। পুলিশ লুধিয়ানার যুবককে মহকুমা আদালতে নিয়ে গেলে সেখানেও পৌঁছোন তিনি। আরাধনা সেখানে দাবি করেন, তিনি শিবমের সঙ্গেই থাকতে চান। স্বামী মদ খেয়ে তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। জনসমক্ষে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আরাধনা, শিবম এবং শিলু। সেই সংক্রান্ত একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিউজ় ওয়ান ইন্ডিয়া’ নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

Advertisement

জানা গিয়েছে, জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে শিবমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement