ছবি: ইনস্টাগ্রাম।
রেললাইনের পাশে রিল বানাচ্ছিলেন তরুণ। ক্যামেরা চালু রেখে কেরামতিও দেখাচ্ছিলেন। তখনই শূন্য থেকে তাঁর উদ্দেশে উড়ে এল এক লাথি! সজোরে সেই লাথি মারলেন পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী। লাথি খেয়ে কুঁকড়ে মাটিতে বসে পড়লেন তরুণ। এমনই এক অদ্ভুত ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের পাশে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন এক তরুণ। এমন সময় তাঁর পাশ দিয়ে দ্রুত গতিতে পেরোতে থাকে একটি এক্সপ্রেস ট্রেন। তবে সে দিকে নজর না দিয়ে এক মনে রিল বানাচ্ছিলেন তিনি। এমন সময় ওই ট্রেনের দরজায় ঝুলতে থাকা এক যাত্রী সজোরে লাথি মারেন তরুণের হাতে। অতর্কিত আক্রমণে চমকে যান তরুণ। ঘুরে দাঁড়িয়ে বিষয়টি ঠাওর করার চেষ্টা করেন তিনি। তবে তত ক্ষণে ট্রেন আরও খানিকটা এগিয়ে গিয়েছে। এর পর হাত ধরে মাটিতে বসে পড়েন ওই তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ল_ড্ডু২০২৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ২৬ কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ওই ট্রেন যাত্রীর শাস্তির দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ। রেললাইনের অত কাছে রিল বানানোর জন্য অনেকে আবার ওই তরুণেরই সমালোচনা করেছেন।