ছবি: ইনস্টাগ্রাম।
পা দেখিয়েই আয়। আর তা-ই সেই পায়ের পরিচর্যা করতে প্রতি মাসে পাঁচ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা) খরচ করেন তিনি। পায়ের মালিশ থেকে শুরু করে ‘লেগ ফেশিয়াল’— কিছুই বাদ যায় না। তেমনটাই দাবি করলেন দুষ্টু ওয়েবসাইট ‘ওনলি ফ্যানস’-এর এক জন তারকা।
ম্যারি তেমারা নামে ওই মডেলের দাবি, তাঁর পা স্বাভাবিকের থেকে বেশ লম্বা। ওই পায়ের সাহায্যেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। আর তাই পায়ের রক্ষণাবেক্ষণ করতে প্রতি মাসে অনেক খরচ হয় তাঁর। পা পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য অর্থব্যয় করতে তিনি চিন্তা করেন না বলেই জানিয়েছেন ম্যারি। ম্যারির কথায়, ‘‘আমার লম্বা পায়ের জন্যই আমার আয় হয়। সকলে আমার পা পছন্দ করে, আমার পা নিয়ে দুষ্টু চিন্তা করে। তাই আমি মাসে পাঁচ বার পর্যন্ত পায়ের যত্ন করাতে যাই। আমার পায়ের পেশিগুলিকে ধরে রাখতে মালিশ করাই। লেগ ফেশিয়ালও করি।’’
ম্যারি বাস্কেটবল খেলতেন। কিন্তু এখন পায়ে চোট পাওয়ার ভয়ে তিনি সেই খেলা বন্ধ করে দিয়েছেন বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ম্যারি বলেছেন, ‘‘আমিও বাস্কেটবল খেলতাম। কিন্তু সম্প্রতি ওয়েবসাইটের দিকে নজর দিতে আমি খেলা বন্ধ করে দিয়েছি। কারণ আমি আর নিজেকে চোট দিতে চাই না।’’
ম্যারি এ-ও প্রকাশ করেছেন, পা সুন্দর দেখাতে মালিশের পাশাপাশি পায়ের লোমও নিয়ম করে তোলেন তিনি। মাঝেমাঝে তাঁকে সপ্তাহে ১০ বার করে পায়ের লোম কাটতে হয় বলেও জানিয়েছেন দুষ্টু ওয়েবসাইটের মডেল।