ছবি: এক্স থেকে নেওয়া।
জীবন্ত আগ্নেয়গিরির কাছে দাঁড়িয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের। সম্মতি জানালেন প্রেমিকা। এর পর প্রেয়সীর হাতে আংটি পরিয়ে দিতেই ঘটল অদ্ভুত কাণ্ড। জেগে উঠল ওই আগ্নেয়গিরি। শুরু হল অগ্ন্যুৎপাত। অবাক হয়ে গেলেন যুগল। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জীবন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে এক যুগল। প্রেম বিনিময় করছেন তাঁরা। যুবক হাঁটু মুড়ে বসেন তাঁর প্রেমিকার কাছে। প্রেমিকা সম্মতি জানাতেই হাসতে হাসতে তাঁকে আংটি পরিয়ে দেন যুবক। তার পরেই সেই অদ্ভুত কাণ্ডটি ঘটে। প্রচণ্ড আওয়াজ করে অগ্ন্যুৎপাত শুরু হয় আগ্নেয়গিরি থেকে। সেই দিকে নজর যায় যুগলের। প্রথমে অবাক হয়ে গেলেও পরে আনন্দে হেসে ওঠেন তাঁরা। অগ্ন্যুৎপাতকে সাক্ষী রেখে চুমু খান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ফিগেন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘প্রেম বিনিময়ের থেকে অগ্ন্যুৎপাত দেখে বেশি আনন্দ পেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃতি কি কোনও সঙ্কেত পাঠাচ্ছে? হয়তো ওদের বলছে যে তোমরা বিয়ে কোরো না।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাহ! অগ্ন্যুৎপাতের সময় নিখুঁত। মনে হচ্ছে প্রকৃতিও তাদের সঙ্গে উদ্যাপনে মেতেছে।’’