ছবি: সংগৃহীত।
অন্তর্বাসের মধ্যে কচ্ছপ পুরে পাচারের চেষ্টা করতেই ধরা পড়লেন এক তরুণী। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার পর মহিলার শরীরের সঙ্গে আটকানো দু’টি কচ্ছপকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি কচ্ছপ মারা গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার জানিয়েছে ফ্লরিডার বাসিন্দা ওই তরুণী তাঁর ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাসের মধ্যে দু’টি কচ্ছপ লুকিয়ে রেখেছিলেন। তল্লাশির সময় ধরা পড়েন তিনি। দুটি কচ্ছপ গজ এবং প্লাস্টিকের মোড়কে মোড়ানো ছিল বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, ছোট পোষা প্রাণীদের চেকপয়েন্টের মধ্যে দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যে কেউ তাদের বয়ে নিয়ে যেতে পারে। শুধুমাত্র তল্লাশির সময় তাদের আলাদা করে চেক পয়েন্টে দেখাতে হবে। শরীরে বেঁধে বা লুকিয়ে প্রাণী নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কচ্ছপগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা-ও খতিয়ে দেখছে সংস্থাটি। বেঁচে থাকা কচ্ছপটিকে ফ্লরিডার মৎস্য ও বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কচ্ছপটিকে বাজেয়াপ্ত করার পর ওই তরুণীর কী শাস্তি হল তা উল্লেখ করা হয়নি।
চলতি বছরের (২০২৫ সালে) মার্চ মাসে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে। এক ব্যক্তি তাঁর প্যান্টের সামনের অংশে একটি কচ্ছপ রেখে পাচারের চেষ্টা করেছিলেন। কচ্ছপটি বেশ আক্রমণাত্মক প্রজাতির ছিল বলে জানিয়েছিল টিএসএ। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সেটি সম্ভব হয়নি।