Fish

বারাসতের দিঘিতে বিষক্রিয়ায় মারা গেল প্রায় ১২ লাখ টাকার মাছ

স্থানীয় ব্যবসায়ী ৫ লাখ টাকার মাছের চারা ছাড়েন। সেই মাছের এখন বাজার মূল্য প্রায় ১২-১৩ লাখ টাকার মতো। দিঘির মাছ মারা যাওয়ায় এই বিপুল পরিমান ক্ষতির মূখে পড়তে হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০০:৩৩
Share:

কয়েক লাখ টাকার মাছ মরে ভেসে যায়। নিজস্ব চিত্র।

কালীপুজোর ভাসানের পরই বারাসতের এক পুকুরে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ। প্রতিমার কাঠামো এবং রং থেকে বিষক্রিয়া হয়ে মাছ মারা গিয়েছে বলে অনুমান। বারাসতের রথতলা এলাকায় দিঘির পুকুরের ঘটনা। গোট বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার তরফে।

Advertisement

মাছ মারা যাওয়ার ঘটনা সামনে আসার পর পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য দুর্গাপুজোর পর ভাসানের সময় জল দূষণের বিষয়টি মাথায় রাখা হলেও কালীপুজোর সময় তা করা হয়নি। তার ফলেই দূষণের জেরে মাছগুলি মারা যায়।

বারাসতের ৩০ নম্বর ওয়ার্ডের বিশালায়তন এই দিঘির পুকুরে কয়েক মাস আগে রজত ঘোষ নামে এক স্থানীয় ব্যবসায়ী ৫ লাখ টাকার মাছের চারা ছাড়েন। সেই মাছের এখন বাজার মূল্য প্রায় ১২-১৩ লাখ টাকার মতো। দিঘির মাছ মারা যাওয়ায় এই বিপুল পরিমান ক্ষতির মূখে পড়তে হল রজতকে।

Advertisement

পৌরসভার অন্যতম প্রশাসক অশনি মুখোপাধ্যায় মাছ মারা যাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, পৌরসভায় আলোচনা করে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হবে। তবে পাশাপাশি তিনি অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন