এ ভাবেই সাদা হয়ে যাচ্ছে পাতা। ছবি: নির্মল বসু
হঠাৎ করেই সাদা হয়ে গিয়েছে নারকেল গাছের পাতা। সোমবার সন্ধ্যে থেকে বনগাঁ, গাইঘাটা, গোপালনগরের একাধিক জায়গায় দেখা যায় এই ছবি। করোনাভাইরাস নিয়ে গত কয়েক দিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এর মধ্যে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা করোনাভাইরাসেরই প্রভাব বলে গুজব ছড়িয়ে পড়ে কোথাও কোথাও। উদ্যানপালন ও কৃষি দফতরের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এক ধরনের পোকার আক্রমণেই এটা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গোপালনগরের পাল্লার বাসিন্দা বিভাস বিশ্বাস বলেন, ‘‘আমাদের প্রায় ত্রিশ-চল্লিশটি নারকেল গাছ রয়েছে। সোমবার রাতে স্থানীয়রা খবর দেন, গাছগুলির পাতা হঠাৎই সাদা হয়ে গিয়েছে। গিয়ে দেখি বিষয়টা সত্যি। এ ভাবে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম দেখলাম। কেন এমন হল বুঝতে পারছি না।’’ বনগাঁ, গাইঘাটা, গোপালনগরের অনেক জায়গাতেই এ দিন সন্ধ্যার পর থেকে এই ঘটনা ঘটেছে। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। অনেক জায়গাতেই গভীর রাত পর্যন্ত মানুষ জেগে কাটিয়েছেন। ফোন করে খোঁজ খবর নিয়েছেন পরিচিতদের। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে ঘটনার কথা। বিভ্রান্তি ছড়ায়। অনেকেই আতঙ্কে শঙ্খ বাজানো শুরু করে দেন। উলুধ্বনি দিতে থাকেন। কেউ কেউ ঘর থেকে বেরনো বন্ধ করে দেন। যাঁরা বাড়ির বাইরে ছিলেন দ্রুত ঘরে ফিরে আসেন। মঙ্গলবার সকালে পাতার সাদা-ভাব অনেকটা কমে যায় বলে জানান স্থানীয়রা।
জেলা উদ্যান পালন ও কৃষি দফতরের কর্তারা জানান, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাম্প্রতিক সময়ে রাজ্যের অনেক এলাকায় এমন ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনা জেলার উপ কৃষিঅধিকর্তা ঋষিকেশ খাড়া বলেন, ‘‘এক প্রকার শোষক পোকার আক্রমণে নারকেল পাতা প্রথমে সাদা, পরে কালো হয়ে যাচ্ছে। ওই পোকা কচি নারকেল পাতার রস খায়। পরে সেখানে তারা মলমূত্র ত্যাগ করে। ছত্রাকও জন্মায়।’’কৃষি ও উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, ‘রুগোজ স্পাইরালিং হোয়াইট ফ্লাই’ নামে এক ধরনের পোকার আক্রমণেই নারকেল পাতা সাদা হচ্ছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পাতার সঙ্গে পোকাগুলি এমন ভাবে মিশে থাকে যে দূর থেকে কীটনাশক ছড়িয়েও তাদের ধ্বংস করা যায় না। চাষিদের জল ও নিমতেল স্প্রে করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই এলাকায় এরকম পোকার আক্রমণ আগে হয়নি। কীভাবে ওই পোকার হাত থেকে নারকেল গাছ রক্ষা করা যায়, তা নিয়ে অবশ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছেন। উদ্যান পালন দফতরের কর্তারা এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করছেন।
বাদুড়িয়ার বিভিন্ন জায়গায় এ দিন একই ঘটনা দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা সুমিত ঘোষ বলেন, ‘‘সোমবার রাতে ছাদে উঠে দেখি ১২-১৪টা নারকেল গাছের পাতা সাদা হয়ে গিয়েছে। সকালে দেখা যায় সাদা হওয়া পাতাগুলি কালো হয়ে নেতিয়ে পড়েছে।’’