Fire at Santoshpur Rail Station

সন্তোষপুর রেলস্টেশনের কাছে অগ্নিকাণ্ড! ভস্মীভূত বেশ কিছু দোকান, হতাহতের খবর নেই

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের জিনিসপত্র ছাই হয়ে গিয়েছি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১০:৩৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাতসকালে অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশনের কাছে। ভস্মীভূত হল বেশ কিছু দোকানপত্র। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। রবিবার সকালে এ নিয়ে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ৬টা নাগাদ আগুনের শিখা দেখা যায় সন্তোষপুর ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া জায়গায়। সেখানে বেশ কিছু গুমটি এবং দোকান ছিল। কিছু ক্ষণের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ওই দোকানগুলি। স্থানীয়দের চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। খবর যায় দমকলে।

কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায়। বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের জিনিসপত্র ছাই হয়ে গিয়েছি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা।

Advertisement

তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement