কাকদ্বীপে প্রহৃত বিজেপি নেতা

মাথার পিছনে, কোমর, শিরদাঁড়ায় ব্যাথা নিয়ে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি অভিজিৎবাবু। এই ঘটনার প্রতিবাদে সোমবার কাকদ্বীপে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। অভিজিৎবাবু বলেন, ‘‘হাসপাতালে রয়েছি বলে থানায় যেতে পারিনি। সুস্থ হলেই অভিযোগ করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০১:৪১
Share:

মিছিল: নিজস্ব চিত্র

বিজেপির প্রাক্তন কাকদ্বীপের মণ্ডল সভাপতি অভিজিৎ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থক এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

Advertisement

মাথার পিছনে, কোমর, শিরদাঁড়ায় ব্যাথা নিয়ে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি অভিজিৎবাবু। এই ঘটনার প্রতিবাদে সোমবার কাকদ্বীপে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। অভিজিৎবাবু বলেন, ‘‘হাসপাতালে রয়েছি বলে থানায় যেতে পারিনি। সুস্থ হলেই অভিযোগ করব।’’

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাল রাতে অভিজিৎবাবু আরও এক সহকর্মী সুমন দাসের সঙ্গে বামানগর এলাকায় বুথ কমিটির বৈঠকে গেলে কাকদ্বীপ থানার সিভিক ভলান্টিয়ার বাপ্পা দাসের নেতৃত্বে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। বাপ্পা কাকদ্বীপ কলেজে টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিজিৎবাবুকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয়। কাকদ্বীপে বিজেপির মৎস্যজীবী সেলের নেতা কৌশিক দাস বলেন, ‘‘সংগঠনের কাজ করতে গিয়ে মার খেতে হচ্ছে আমাদের কর্মীদের। তারই প্রতিবাদে এ দিন দলের পক্ষ থেকে থানা ঘেরাও অভিযান ছিল। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে আমরা অভিযোগ দিয়েছি।’’ বাপ্পাবাবু বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ারের কাজ করি। অত রাতে অভিজিৎবাবুরা কয়েকজন বাইক নিয়ে যাচ্ছিলেন। যা দেখে এলাকার মানুষ চোর চোর বলে চেঁচায়। তাঁরাই মারধর করছে। আমি কাউকে মারধর করিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement