Madhyamgram Rape Case

মধ্যমগ্রামে ১০ বছরের বালিকাকে ধর্ষণ! সালিশিতে ‘মিটিয়ে নেওয়া’র চেষ্টা, গ্রেফতার মূল অভিযুক্ত বৃদ্ধ

‘নির্যাতিতা’র পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তার ভিত্তিতে রাতেই আটক করা হয় বৃদ্ধকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১২:০১
Share:

—প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম শহরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। যদিও বৃদ্ধের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যমগ্রাম পুরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে দশ বছরের এক বালিকাকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করা হয়। পরিবারের দাবি, বিকেলে মেয়েটি খেলতে বেড়িয়েছিল। সেই সময় তাকে ডেকে নিয়ে যান অভিযুক্ত। রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে মেয়েটি। কী হয়েছে, জিজ্ঞাসা করলে মাকে সবটা জানায় সে। এর পর অভিযুক্তের বাড়িতে যান ‘নির্যাতিতা’র বাড়ির লোকজন।

কিন্তু অভিযুক্ত এবং তাঁর পরিবার অভিযোগ উড়িয়ে দেন। অভিযোগ, এর পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সালিশি সভা ডেকে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন কয়েক জন। কিন্তু ‘নির্যাতিতা’র পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তার ভিত্তিতে রাতেই আটক করা হয় বৃদ্ধকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

অভিযুক্তের পরিবারের সাফাই, ওই মেয়েটির বাড়ির সঙ্গে জমি সংক্রান্ত কিছু বিবাদ চলছিল। তাই তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। দুই পক্ষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে ‘নির্যাতিতা’র ডাক্তারি পরীক্ষা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement