Death In Rajpur-Sonarpur Municipality

২৪ ঘণ্টায় জল নামেনি! ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্যু হল রাজপুর-সোনারপুরে

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জয়ন্ত ঘোষ। রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী তিনি। জলমগ্ন রাজপুর-সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

ঝুঁকির রাস্তা: ২৪ ঘণ্টা পরেও জলমগ্ন রাজপুর-সোনারপুরের ১৪ নম্বর ওয়ার্ড। —নিজস্ব চিত্র।

এক দিনের বৃষ্টি। তাতেই একটি গোটা ওয়ার্ড প্রায় জলমগ্ন। ২৪ ঘণ্টা পরেও জমা জল নামছিল না। ডাকা হয়েছিল সাফাইকর্মীকে। কিন্তু ম্যানহোল পরিষ্কার করার সময় জলের স্রোতে তলিয়ে গেলেন তিনি। উদ্ধার হয়েছে দেহ। এই মৃত্যুতে বুধবার বিকেল থেকে শোরগোল রাজপুর-সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জয়ন্ত ঘোষ। রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী তিনি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পর বহু এলাকা জলমগ্ন। রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড এখনও ভাসছে। ১৪ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। কিছুতেই জল বেরোচ্ছিল না। সাফাইকর্মী জয়ন্ত উদ্যোগ নিয়ে বিকেলে ম্যানহোলের ঢাকনা খুলে পরিষ্কার করছিলেন।

স্থানীয়দের দাবি, জমা জলের মধ্যে ম্যানহোলে নামতে গিয়ে তলিয়ে যান তিনি। পুরসভার অন্যান্য কর্মী তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পাওয়া যায়নি। শেষমেশ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে আরও একটি ম্যানহোলের কাছে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুরকর্মীরা জয়ন্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

সাফাইকর্মী জয়ন্ত ঘোষের দেহ মেলে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে একটি ম্যানহোলে। —নিজস্ব চিত্র।

পুর কর্তৃপক্ষের একাংশের দাবি, ঝুঁকি নিয়ে ম্যানহোলে না-নামার বার বার নির্দেশ সত্ত্বেও জয়ন্ত ম্যানহোলে নেমেছিলেন। পুরকর্মীদের দাবি, ‘ম্যানহোলের মুখে অনেক প্লাস্টিক জমে রয়েছে, সেগুলো সাফ করলে জল নেমে যাবে’— এই বলে নীচে নামতেই জলের স্রোতে টাল সামলাতে পারেননি জয়ন্ত। তার পর এই দুর্ঘটনা। তাঁদের এ-ও দাবি, নিজে থেকেই পয়ঃপ্রণালী পরিষ্কার করতে গিয়েছিলেন জয়ন্ত। তবে এই দুর্ঘটনার পরে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান পল্লবকুমার দাস। তিনি জানান, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জয়ন্তের দেহ হাসপাতালে পাঠানো হবে। অন্য দিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement